
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর অনুমতি দেওয়ার সময় বারাসত পুরসভা ৫০০ টাকার একটি করে রশিদ ধরিয়ে দিয়েছিল। স্পোর্টস অ্যাসোসিয়েশনের নামে ওই টাকা নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়াতেই পুরসভা ওই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ অক্টোবর পুজো উদ্যোক্তাদের হাতে টাকা ফেরত দেওয়া হবে। যদিও পুরসভা টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে। পুর কর্তৃপক্ষের বক্তব্য, ওই টাকা নিয়েছে স্পোর্টস অ্যাসোসিয়েশন। ওরাই টাকা ফেরত দেবে।
জানা গিয়েছে, চলতি বছর বারাসতের তিনশোর বেশি সর্বজনীন পুজো কমিটি সরকারি অনুদানের জন্য ল্যান্ড পারমিশন করতে পুরসভায় গিয়েছিল। অভিযোগ, তখন তাদের হাতে বারাসত মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ ধরিয়ে টাকা নেওয়া হয়। সরকারি অনুদান আটকে যেতে পারে এই আশঙ্কা থেকে পুজো উদ্যোক্তারা তখন বিশেষ উচ্চবাচ্য করেননি। রাজ্য সরকারের ঘোষিত ৮৫ হাজার টাকা সরকারি অনুদান প্রায় সব ক্লাবই পেয়ে গিয়েছে। তারপর থেকে পুরসভার নেওয়া ওই ৫০০ টাকা নিয়ে জল ঘোলা শুরু হয়েছে।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে বড়-ছোট মিলিয়ে এবার ৩২৪টি সর্বজনীন দুর্গাপুজো হচ্ছে। সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সব পুজো কমিটিকে পুলিশ, বিদ্যুৎ, দমকল ও মহকুমাশাসকের কাছ থেকে অনুমতি নিতে হয়। পাশাপাশি ল্যান্ড পারমিশনের জন্য পুরসভা থেকে আলাদা অনুমতি নিতে হয়। অভিযোগ, বারাসত পুরসভায় ল্যান্ড পারমিশন নেওয়ার সময় লাইসেন্স বিভাগ থেকে মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ দিয়ে টাকা নেওয়া হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে উৎসাহ দিতে সরকারিভাবে পুজো কমিটিগুলোকে ৮৫ হাজার টাকার অনুদান দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ দিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। ঠিক সেই সময় বারাসত পুরসভার বাড়তি পাঁচশো টাকা নেওয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কয়েকটি ক্লাব পুজোর সময় ওই টাকার রসিদ-সহ সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করেছে। কয়েকটি ক্লাব টাকা ফেরতের দাবিও তোলে। অবশেষে বারাসত পুর কর্তৃপক্ষের নির্দেশে স্পোর্টস অ্যাসোসিয়েশন তড়িঘড়ি সেই টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থার সাধারণ সম্পাদক প্রলয়কুমার বিশ্বাস বলেন, 'বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আমরা কার্যকরী কমিটির বৈঠক ডাকি। ওই বৈঠকে সমস্ত পুজো কমিটিকে টাকা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে ওয়ার্ডভিত্তিক পুজো কমিটির পদাধিকারীদের ফোন নম্বর নেই। তাই, বারাসত পুরসভার মধ্যস্থতায় আগামী ১৮ অক্টোবর সংস্থার হরিতলার অফিস থেকে পুজো কমিটির টাকা ফেরত দেওয়া হবে।'
বারাসাতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেছেন, 'বারাসত পুরসভা কোনও টাকা নেয়নি। স্পোর্টস অ্যাসোসিয়েশন যদি চাঁদা তুলে থাকে, তাহলে সেই টাকা ফেরত দেবে। বিষয়টির সঙ্গে পুরসভার কোনও সম্পর্ক নেই। পুজোর অনুদানের কোনও বিষয়ও নয়।'
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত